ইরানের মুক্ত অঞ্চলে বিনিয়োগ বেড়েছে ৫৭ শতাংশ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২১, ২০২১

ইরানের মুক্ত অঞ্চলে চলতি ইরানি বছরের (২০ মার্চ থেকে ২০ ডিসেম্বর ২০২০) প্রথম নয় মাসে বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৫৭ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই বিনিয়োগ বেড়েছে বলে জানান ইরানিয়ান ফ্রি জোনস হাই কাউন্সিলের সেক্রেটারি মোরতেজা বাঙ্ক।
এই কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রা, কর ও শুল্ক সমস্যা সেই সাথে অবরোধ ও করোনা ভাইরাস মহামারির কারণে সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্বেও বিনিয়োগের দিক দিয়ে দেশের মুক্ত বাণিজ্য অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কিছু মূল্যবান অর্জন প্রত্যক্ষ করা গেছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত সপ্তাহে ইরানের কিছু মুক্ত বাণিজ্য অঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে ৯২ ট্রিলিয়ন রিয়াল ব্যয়ে ৬১টি প্রকল্প উদ্বোধন করেন। সূত্র: তেহরান টাইমস।