বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের মাহাবাদ জলাভূমিতে পরিযায়ী পাখির কোলাহল

পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২৫ 

news-image

পরিযায়ী পাখির কোলাহলে মুখরিত হয়ে উঠেছে ইরানের পশ্চিমাঞ্চলীয় কানি বারাজান জলাভূমি। প্রদেশের প্রথম পাখি দেখার এই স্থানটিতে সম্প্রতি পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোববার মাহাবাদের পরিবেশ সুরক্ষা বিভাগের প্রধান ফারু সোলেইমানি বলেছেন, কানি বারজান জলাভূমি ৯২৭ হেক্টর জুড়ে বিস্তৃত। উর্মিয়া হ্রদের দক্ষিণে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপগ্রহ জলাভূমিগুলির মধ্যে অন্যতম এটি।

তিনি জানান, কানি বারাজান উত্তর-পশ্চিম ইরানের বিভিন্ন প্রজাতির পরিযায়ী এবং স্থানীয় জলপাখি এবং তীরবর্তী পাখিদের জন্য সবচেয়ে মূল্যবান আবাসস্থল হিসাবে বিবেচিত হয়।

সোলেইমানি আরও বলেন, জলাভূমিতে প্রতি বছর টিল, সবুজ ডানাওয়ালা এবং রডি হাঁস, ক্রেস্টেড গ্রেবস, নর্দার্ন পিনটেল, হুপার সোয়ান, গ্রেট ক্রেস্টেড গ্রেবস, লিটল গ্রেবস, শেলডাকস, কমন কুটস, ল্যাপউইংস, বিভিন্ন স্যান্ডপাইপার, আর্মেনিয়ান এবং কালো-এর মতো পরিযায়ী পাখির আগমন ঘটে।

এবছর পাখির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

জলাভূমি পুনরুদ্ধার এবং পাখিদের জীবনযাত্রার উন্নতির জন্য পাখিদের সংখ্যা বেড়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস