ইরানের মাশহাদে বিশ্বের বৃহত্তম ইফতারের আয়োজন (ভিডিও)
পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৬

প্রতিবছর রমজান মাসে ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গনে প্রায় ৩ লাখ ৬০ হাজার রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়।অর্থৎ প্রতিদিন ১২ হাজার রোজাদারের একসঙ্গে ইফতারের আয়োজন করা হয় এখানে। বিশাল এ আয়োজনের জন্য প্রতিদিন সকাল থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি পর্ব।

ইরানের প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোজাদাররা যেন সবচেয়ে ভালো খাবার দিয়ে ইফতার করতে পারেন সে বিষয়ে রাখা হয় কড়া নজরদারি
খেজুর, আখরোট, মধু, কলা, সবজি, রুটি, পনির,ফলমূল, জুস, দুধ, টি-ব্যাগ-সহ বিভিন্ন খাবার দিয়ে সাজানো হয় ইফতারের প্যাকেট।
ইফতার প্রস্তুতকারীদের একজন জানান, ‘ইমাম রেজার মাজারে আসা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা নিজের খুশিতেই এ কাজ করছি। আমাদেরকে এখানে ইফতারের জন্য এরকম ১২ হাজার বক্স প্যাক করতে হবে।’
এখানেই শেষ নয়, উন্নতমানের চার টনের বেশি চাল ও সাড়ে তিন টন তাজা গোশত প্রতি রাতের খাবারের আয়োজনে রাখা হয়। আর এই বিশাল কর্মকাণ্ডে অংশ নেয় চার শতাধিক স্বেচ্ছাসেবক। তাদের কাছে এখানে কাজ করা সম্মানজনক বলে মনে করেন তারা।

আয়োজকদের আরেকজন বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমরা এই বিশাল পরিসরে এই ইফতার আয়োজন করে আসছি। আর তা সম্ভব হচ্ছে স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে।’
ইফতারকারীদের জন্য প্রথমেই আসে পানি এবং স্যুপ। আর মাগরিবের আজানের আগেই আসতে থাকেন হাজার হাজার অতিথি। শুধু ইরান নয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে ইফতার করতে আসেন বহু মানুষ।
সূত্র: পার্স টুডে, প্রেসি টিভি