ইরানের মহিলা ভলিবল দলের কোচ হলেন স্লোভেনিয়ান মাজেদা
পোস্ট হয়েছে: এপ্রিল ১০, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/04/2005250-1.jpg)
স্লোভেনিয়ান মাজেদা লেবান সিসিক ইরানের মহিলা ভলিবল দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন। ইরান ভলিবল ফেডারেশন তাকে নিয়োগ দেয়ার পর আশা করা হচ্ছে তিনি ইরানি মহিলা দলকে আরো উন্নত প্রশিক্ষণ দেবেন। মাজেদা এক বছরের জন্যে নিয়োগ পেয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে ইরানের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন।
এবছর ইরানের মহিলা ভলিবল দল এশিয়ান ভলিবল কনফেডারেশন (এভিসি) কাপে খেলতে যাচ্ছে। এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ভিয়েতনামের ভিন ফুকে। আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর ওই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার আগে মাজেদা লেবান সিসিক ইরানি মহিলা ভলিবল দলকে নিবিড় প্রশিক্ষণ দেবেন।
মাজেদা লেবান সিসিক ইরানের মহিলা ভলিবল দলের কোচ নিযুক্ত হওয়ার পর বলেন, ইরানে এধরনের পেশাগত প্রশিক্ষণ দেয়ার সুযোগ পাওয়ায় আমি খুব খুশি। এশিয়ার কোনো দেশে আমি প্রথম প্রশিক্ষক হবার সুযোগ পেয়েছি। ইরানি মহিলা ভলিবল দলের উন্নয়নের জন্যে কাজ করতেই আমি ইরান এসেছি।
সূত্র: তেহরান টাইমস