ইরানের মহিলা ফুটবল দলের যুক্তরাষ্ট্র ও ইতালি সফর
পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৬
ইরানের অনুর্ধ ষোল মহিলা ফুটবল দল এখন যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার পর দলটি এখন ইতালির উদ্দেশে রওনা হচ্ছে। দলের কোচ শাহাদি মাহিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টে বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলে আমার দল অভিজ্ঞতা অর্জন করছে।তিনি বলেন, আমার দল সেরা খেলাটাই উপহার দেয়ার চেষ্টা করছে।এই টুর্নামেন্টে গ্রুপ এ’তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইরান ও ইতালি রয়েছে। আর টুর্নামেন্টের গ্রুপ বি’তে রয়েছে মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড।
সূত্র: তেহরান টাইমস