ইরানের মরুভূমিতে বসন্তের সঙ্গীত
পোস্ট হয়েছে: মার্চ ১৫, ২০১৮

ইরানের ইয়াজদ প্রদেশের রাজধানী ইয়াজদ শহরে বসন্ত সঙ্গীতের আয়োজন চলছে। এধরনের সঙ্গীত উৎসবে মরুভূমির সঙ্গীত পরিবেশন করা হবে। ইয়াজদ’এর সংস্কৃতি মন্ত্রণালয় ‘ফেসটিভাল অব ডেজার্ট ডুয়েলার্স মিউজিক’ নামে এ সঙ্গীত উৎসবের আয়োজন করছে। ইয়াজদ, কেরমান, ইস্ফাহান, দক্ষিণ খোরাসান ও সেমনান থেকে সঙ্গীত শিল্পীরা এ উৎসবে অংশ নিবেন। – ফিনান্সিয়াল ট্রিবিউন।