ইরানের মধ্যযুগীয় দুর্গ আন্তর্জাতিক দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে
পোস্ট হয়েছে: মে ৬, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/05/3758624.jpg)
ইরানের ঐতিহাসিক নুশিজান দুর্গকে আন্তর্জাতিক দর্শনীয় স্থানে পরিণত করতে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। মধ্যযুগীয় কেল্লাটি ৬৭৮ থেকে ৫৪৯ খ্রিস্টপূর্বে গড়ে ওঠে। অগ্নি মন্দিরটি হামেদান প্রদেশের মালায়ারের ২০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত।
রোববার প্রাদেশিক পর্যটন প্রধান আলি মালমির বলেন, নুশিজান দেশের অন্যতম মূল্যবান ও অদ্বিতীয় একটি স্থাপনা। প্রদেশের জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। দর্শনার্থী বিশেষত বিদেশী পর্যটক আকৃষ্ট করতে ঐতিহাসিক স্থানটির বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
দর্শনীয় স্থাপনাটি পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, পর্যটন অবকাঠামো গড়ে উঠলে নিকট ভবিষ্যতেই নুশিজানের পর্যটন সম্ভাবনা পরিপূর্ণ হবে। সূত্র: তেহরান টাইমস।