শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ভ্যাকসিন ক্যাম্পেইনে যুক্ত হচ্ছে ‘ফাখরা’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০২১ 

news-image

ইরানের সশস্ত্র বাহিনীর তৈরি করোনাভাইরাসের টিকা ‘ফাখরা’ এর সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে এবং এটি দেশটির টিকাদান ক্যাম্পেইনে যোগ দেওয়ার প্রয়োজনীয় অনুমিত পেয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি।

‘ফাখরা’ ভ্যাকসিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি পরিদর্শনকালে তিনি বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল পর্ব-১ ও ২ এ ‘ফাখরা’ টিকা উৎপাদনের প্রক্রিয়া সফলভাবে উত্তীর্ণ হয়েছে। অতঃপর স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমতি নিয়ে ফাখরা টিকার তৃতীয় পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

ইরানি প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে টিকাদান ক্যাম্পেইনে যুক্ত হবে ফাখরা। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রতি মাসে ১০ লাখ ডোজ ফাখরা টিকা উৎপাদন সম্ভব বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।