ইরানের ভূয়সী প্রশংসা করলেন চীনের প্রেসিডেন্ট
পোস্ট হয়েছে: এপ্রিল ৩, ২০১৬
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের প্রশংসা করে বলেছেন, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে দেশটির প্রতিশ্রুতি ও এ নিয়ে ৬ জাতির সাথে আলোচনার মধ্যে দিয়ে যে চুক্তিতে পৌঁছানের উদ্যোগ নেয়া হয়েছে তা ভবিষ্যতে কূটনীতির মাধ্যমে বিশ্বসংকটের অন্যান্য বিষয়ে সমাধানে আসতে পথ দেখাবে। যে সব দেশ ইরানের সঙ্গে এ আলোচনায় অংশ নেয় অর্থাৎ রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এসব দেশের নেতাদের সঙ্গে আলোচনার পর চীনের প্রেসিডেন্ট শি বলেন, পারমাণবিক ইস্যুর মত গুরুত্বপূর্ণ যেসব বিষয় আলোচনা ও সহযোগিতার মাধ্যমে নিস্পত্তি হয়েছে তা প্রশংসার দাবি রাখে। তিনি এজন্যে ইরানের ভূমিকার প্রশংসা করে বলেন, এখন এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি।
চীনের প্রেসিডেন্ট ওয়াশিংটনে পারমাণবিক নিরাপত্তা নিয়ে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে যোগ দেয়ার পর এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেয়া উচিত এবং কোনো আন্তর্জাতিক চুক্তি হয়ে যাওয়ার পর তা বাস্তবায়নে সচেষ্ট থাকা উচিত। এক্ষেত্রে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপকে মোটেই পাত্তা দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন জিনপিং।
ঝি জিনপিং বলেন, তার দেশ ইরানের সঙ্গে যে ৬ জাতির আলোচনা হয়েছে তাতে অংশ নিয়ে চুক্তিতে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সহায়তা করেছে। এখন এ চুক্তি বাস্তবায়নে চীন প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট ঝি। বিশ্ব শান্তি রক্ষার জন্যে আলোচনা ও দরকষাকষিকে সর্বোত্তম পন্থা হিসেবে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সুবিচার ও সাম্য যে কোনো আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে নীতি হওয়া প্রয়োজন। এজন্যে দ্বিমুখী নীতি পরিহারের জন্যে আহবান জানান ঝি। সূত্র: ইরান ডেইলি