রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে ‘বাভার-৩৭৩’  

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৮, ২০২৩ 

news-image

ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার বলেছেন, ‘বাভার-৩৭৩’ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে।ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহিফারদ বলেন, বিশ্বের মাত্র কয়েকটি দেশ বাভার-৩৭৩ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অনুরূপ ভার্শন ব্যবহার করে।

এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির পরীক্ষার ফলাফলের প্রশংসা করেছেন। তিনি বলেন, বাভার-৩৭৩ বর্তমানে ইসলামি প্রজাতন্ত্রের অঞ্চল পর্যবেক্ষণ করছে।

ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরসিএস এর সাহায্যে বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করতে সক্ষম বলে জানান তিনি।
এর আগে ওই কর্মকর্তা বলেছিলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতির পর্যায়ে রয়েছে। সূত্র: মেহর নিউজ।