ইরানের ‘ভুভুজেলা’র ব্রাজিলের সেরা সাউন্ড ডিজাইন অ্যাওয়ার্ড জয়
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২১

ব্রাজিলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সাউন্ড ডিজাইন স্টুডেন্ট ফিল্ম এর পুরস্কার জিতেছে ইরানি ছবি ‘ভুভুজেলা’। স্বল্পদৈর্ঘ্যটিতে কাজ করার জন্য এই পুরস্কার লাভ করেন হোসেইন গোরচেইন।
‘ভুভুজেলা’ চলচ্চিত্রটি পরিচালনা করেন নির্মাতা মোহাম্মাদ রেজা সেইফ। ২৯ থেকে ৩০ জুন সাও পাউলোতে সাউথ আমেরিকা অ্যাওয়ার্ড চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। ‘ভুভুজেলা’ এ নিয়ে চতুর্থতম আন্তর্জাতিক উৎসবে অংশ নেয়।
এরআগেও গোরচেইন ইরানি সিনেমার জন্য সাউন্ড ডিজাইনে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড জিতেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।