শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বয়ার আহমেদে প্রথম কৃষিপর্যটন ফার্মের যাত্রা

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়ে ও বয়ার-আহমেদ প্রদেশে প্রথমবারের মতো কৃষি পর্যটন পরিচালনার অনুমতি পেল সেখানকার একটা বড় পর্যটন ফার্ম। প্রাদেশিক পর্যটনের প্রধান মজিদ সাফাই রোববার এই তথ্য জানান।

ইরানে কৃষি পর্যটন ব্যবসা পরিচালনার এমন অনুমতি যোগ্য হিসেবে বিবেচিত ফার্মগুলোর মালিকদের দেয়া হচ্ছে। দেশটিতে এই ধরনের পর্যটনের মান নিশ্চিতে নির্দিষ্ট কিছু মানও বেঁধে দেওয়া হয়েছে।

মজিদ সাফাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানায়, নতুন এই ফার্মটি ১৭ হেক্টর জায়গার উপর স্থাপন করা হয়েছে। এতে সরাসরি কর্মসংস্থান হয়েছে ৩০ জনের। সূত্র: তেহরান টাইমস।