ইরানের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি বেড়েছে ৩০ ভাগ
পোস্ট হয়েছে: মে ২২, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/05/2483316.jpg)
বিগত ইরানি বছরে প্রতিবেশী আফগানিস্তান ও ইরাকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ট্রান্সফরমার রপ্তানি করেছে ইরান। গেল বছরে এ দুই দেশে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি করেছে দেশটি।
রোববার ইরানের ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রি সিনডিকেটের সদস্য আরসালান ফাথিপুর এই তথ্য জানিয়েছেন।তিনি জানান, গত বছরে (ইরানি বছর) ইরানের বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ। একই সময়ে ইরাক ও আফগানিস্তানে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের অধিক বিভিন্ন ধরনের বৈদ্যুতিক ট্রান্সফরমার রপ্তানি করেছে দেশটি।
এ বছরে বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে জানিয়ে ফাথিপুর বলেন, চলতি বছরে রপ্তানির পরিমাণ বেড়ে ১৫০ মিলিয়ন ডলার ছাড়াবে। সিরিয়া, আরমেনিয়া, বেলারুস ও কিরগিস্তানসহ বেশ কিছু দেশ ইরানে উৎপাদিত বৈদ্যুতিক ট্রান্সফরমার কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান তিনি।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।