ইরানের বৃহত্তম সিমেন্ট উৎপাদন লাইনের উদ্বোধন
পোস্ট হয়েছে: জুন ৮, ২০২১

ইরানের বৃহত্তম সিমেন্ট উৎপাদন লাইন উদ্বোধন করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশের আবিয়েক সিমেন্ট কমপ্লেক্সে মঙ্গলবার থেকে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী আলিরেজা রাজম হোসেইনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে রাজম হোসেইনি জানান, তার দেশের বছরে সিমেন্ট উৎপাদনের সক্ষমতা ৮০ মিলিয়ন টন। এর মধ্যে বছরে দেশীয় চাহিদা রয়েছে ৭০ মিলিয়ন টনের।
তিনি বলেন, ইরান একসময় সিমেন্ট আমদানি করলেও আজ বিশ্বের অন্যতম সিমেন্ট রপ্তানিকারক দেশ।সিমেন্ট উৎপাদনে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।