মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আড়াই গুণ বাড়বে

পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২৩ 

news-image

ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ইরানি ক্যালেন্ডার বছর ১৪০৪ (মার্চ ২০২৫ থেকে মার্চ ২০২৬) সালে আড়াই গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১লাখ বিদেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। ২০২৬ সালের মার্চ নাগাদ এই সংখ্যা আড়াই লাখ ছাড়াবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ১১৯টি দেশের আন্তর্জাতিক ছাত্রছাত্রীরা ইরানে অধ্যয়ন করছে। আন্তর্জাতিক শিক্ষার্থী আকৃষ্ট করতে যেসব সক্ষমতাকে কাজে লাগানো যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিষেবা প্রদানের প্রক্রিয়াগুলিকে সহজ ও সংক্ষিপ্ত করা। যেমন স্বল্প সময়ে ভিসা এবং আবাসিক পারমিট প্রদান করা, কর্মসংস্থান, ব্যাংকিং এবং পরিবহন পরিষেবা প্রদান করা। এছাড়াও বর্তমানে ৮১টি দেশে অবস্থিত সাংস্কৃতিক উপদেষ্টাদের পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থিত ইরানি রাষ্ট্রদূতদের কাছ থেকে সহায়তা নেওয়া।

ইরানের বিজ্ঞান মন্ত্রণালয় ইতোমধ্যে ‘স্টাডি ইন ইরান’ শিরোনামে একটি অনলাইন সিস্টেম আপগ্রেড করার পরিকল্পনা হাতে নিয়েছে। এতে করে বিদেশি শিক্ষার্থীরা সহজেই বিশ্ববিদ্যালয়গুলির সাথে পরিচিত হতে পারবে। পাশাপাশি দেশটিতে বসবাসের শর্ত, নিয়মকানুন এবং খরচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে।

ইরানের উপ-বিজ্ঞানমন্ত্রী হাসেম দাদাশপুর গেল জুন মাসে বলেছিলেন, আপাতত সিস্টেমটি ফারসি, ইংরেজি, আরবি এবং চীনা চারটি ভাষায় কাজ করছে। আমরা আগামী কয়েক মাসের মধ্যে রুশ, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ নামে আরও তিনটি ভাষা যুক্ত করার পরিকল্পনা করছি। সূত্র: তেহরান টাইমস