মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিলেহ সাভার সীমান্ত টার্মিনাল থেকে রপ্তানি বৃদ্ধি ১৩৫ শতাংশ  

পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২১ 

news-image

ইরানে চলতি ফারসি বছরের প্রথম চার মাসে দেশটির বিলেহ সাভার সীমান্ত টার্মিনাল থেকে পণ্য রপ্তানি বৃদ্ধি ১৩৫ শতাংশ। আরদাবিল রোডস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক কালিমোল্লাহ ভোসঘি এ তথ্য জানান। তিনি বলেন, চলতি ফারসি বছরের প্রথম চার মাসে বিলেহ সাভার সীমান্ত টার্মিনাল থেকে পণ্য রপ্তানি হয়েছে ১ লাখ ৬০ হাজার টন। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩৫ শতাংশ বেশি। এসব রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কৃষি পণ্যগ্লাসচিপবোর্ডগ্যাসোলিনবিল্ডিং স্টোনটাইলসখেজুরলবণ ও লৌহজাত পণ্য। আজারবাইজানরাশিয়াজর্জিয়া ও ককেশাসে এসব পণ্য রপ্তানি হয়। আরদাবিল থেকে বিলেহ সাভার টার্মিনাল ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ইরান প্রেস