ইরানের বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে শক্তিশালী ‘কামান-২২’ ড্রোন
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৮, ২০২১

ইরানের বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই ইরানের বিমান বাহিনীতে দেশীয়ভাবে তৈরি শক্তিশালী ড্রোন ‘কামান ২২’ যুক্ত হবে। বিমান বাহিনীর সর্বশেষ সাফল্য নিয়ে অনলাইন সাক্ষাতকারে তিনি এই তথ্য জানান।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লব-পূর্ব ও বিপ্লব-পরবর্তী ইরানের বিমান বাহিনীর মধ্যে পার্থক্য সম্পর্কে জানতে চাইল কমান্ডার বলেন, বিপ্লবের আগে ইরানি বিমান বাহিনী পশ্চিমা দেশগুলো থেকে আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। অন্যদিকে বিপ্লব-পরবর্তী সময়ে অধিকাংশ বিমানশক্তি দেশের অভ্যন্তরে ইরানি বিশেষজ্ঞদের দ্বারা উৎপাদিত হচ্ছে।
বিমান বাহিনীর প্রধান জানান, শক্তিশালী ‘কামান ২২’ ড্রোন ৩শ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। শিগগিরই এটি সশস্ত্র ড্রোন বহরে যুক্ত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।