ইরানের বিমানবহরে যুক্ত হচ্ছে নতুন তিন এয়ারবাস
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০১৯
ইরানের বিমানবহরে শিগগিরই যুক্ত হচ্ছে নতুন তিনটি এয়ারবাস। রোববার ইরানের সড়ক মন্ত্রী মোহাম্মাদ ইসলামি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অবরোধ সত্ত্বেও ইরান বিমানের পার্টস সরবরাহে সক্ষম। দেশটি নিকট ভবিষ্যতে নতুন তিনটি এয়ারবাস পেতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের একটি এয়ারলাইন্স ব্রাজিলের তৈরি তিনটি যাত্রীবাহী বিমান ‘এমব্রায়ের’ এশিয়ার একটি দেশ থেকে ভাড়া নিতে যাচ্ছে। ২০১৫ সালে পরমাণু চুক্তি কার্যকর শুরু হওয়ার পর ইরান মোট ১৬টি যাত্রীবাহী বিমান পেয়েছে। এর মধ্যে তিনটি বিমান এয়ারবাসের এবং বাকি ১৩টি বিমান ফ্রাঙ্কো-ইতালীয় টার্বোপ্রপ নির্মাতা এটিআর থেকে পাওয়া।
২০১৬ সালের জানুয়ারি প্যারিস সফরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ১১৮টি বিমান ক্রয়ের জন্য এয়ারবাসের সাথে ২৭ বিলিয়ন ডলারের বড় ধরনের চুক্তি সই করেন। একই বছরের জুনে ইরান আমেরিকার বোয়িংয়ের সাথে আরও ১০০টি যাত্রীবাহী বিমান ক্রয়ের জন্য ২৫ বিলিয়ন ডলারের চুক্তি করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।