শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিপ্লব বার্ষিকীতে দেশজুড়ে ৫৬ রেলপ্রকল্পের উদ্বোধন

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২০ 

news-image

ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয়-বার্ষিকী উদযাপন ‘টেন-ডে ডন’ উপলক্ষে দেশজুড়ে ৫৬টি রেলপথ অবকাঠামো ও সেবা প্রকল্প উদ্বোধন করা হয়েছে। রোববার প্রকল্পগুলোর উদ্বোধন করা হয় বলে জানান ইসলামি প্রজাতন্ত্র ইরান রেলওয়ের (যা আরএআই নামে পরিচিত) প্রধান সাইদ রাসুলি।

তেহরানে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উল্লিখিত প্রকল্পগুলো দেশের রেলপথ পরিবহনের নিরাপত্তা ও গতি বাড়ানোর লক্ষে বাস্তবায়ন করা হয়েছে।

এই কর্মকর্তার তথ্যমতে, প্রকল্পগুলোতে মোট ব্যয় হয়েছে ছয় ট্রিলিয়ন রিয়াল (১৪২ দশমিক ৮ মিলিয়ন ডলার)। যোগাযোগ ও ইলেকট্রনিক সিগনাল, ডাবল ট্র্যাকিংয়ের ব্যবস্থায় করা, সেই সাথে সাব-লাইন তৈরি এবং কিছু ব্লকের পুরনো রেললাইনের পুনর্নির্মাণ ও মেরামত সহ বিভিন্ন ক্ষেত্রে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে রেলপথ উন্নয়ন প্রকল্পকে ইরান সরকারের শীর্ষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিকল্পনাগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। দেশটির ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী জাতীয় উন্নয়ন পরিকল্পনায় (২০১৬ থেকে ২০২১) রেলপথে কার্গো পরিবহনের অন্তত ৩০ শতাংশ ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ সক্ষমতা লাভের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।