মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিদ্যুৎ রপ্তানিতে ৩০ শতাংশ প্রবৃদ্ধি

পোস্ট হয়েছে: আগস্ট ১৭, ২০২০ 

news-image

চলতি ইরানি বছরে (যা ২১ মার্চ ২০২০ সালে শুরু হয়েছে) ইরানের বিদ্যুৎ রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান।

শনিবার এফএনএ কে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ইরান গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বাধিক চাহিদার সময়ও বিদ্যুৎ বিভ্রাট ছাড়া দেশীয় চাহিদা পূরণ করে টার্গেট বাজারে বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়েছে।

আরদাকানিয়ান আরও বলেন, চলতি বছর কোনো বিদ্যুৎ বিভ্রাট ছাড়া দেশের সব শিল্প উৎপাদন খাতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিশাল বিশাল পদক্ষেপ গ্রহণে তার মন্ত্রণালয় সফল হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।