ইরানের বিজ্ঞানভিত্তিক পণ্য তৈরি হবে সাত দেশে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৬, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/12/3978635.jpg)
তুরস্ক, আর্মেনিয়া, আফগানিস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, সিরিয়া, ইরাক এবং কেনিয়াসহ সাতটি দেশে বিজ্ঞান-ভিত্তিক পণ্যের উৎপাদন লাইন চালু করবে ইরান। দেশটির উদ্ভাবন ও সমৃদ্ধি তহবিলের ব্যবস্থাপক মারজিয়েহ শাভের্দি এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোর জন্য রপ্তানি সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ক্ষমতায়ন, নেটওয়ার্কিং ও অর্থায়ন। শনিবার শাভের্দিকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রপ্তানি ক্ষমতায়নের মধ্যে রয়েছে প্রশিক্ষণ ও পরামর্শ, রপ্তানি মান ও লাইসেন্স প্রদান এবং মেধা সম্পত্তি। ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সি মানসম্পন্ন পণ্য রপ্তানির সুবিধার্থে বিজ্ঞান-ভিত্তিক কোম্পানিগুলোকে আগামী ৬ মাসের মধ্যে বিশেষ সহায়তা প্রদান করবে। সূত্র: তেহরান টাইমস।