ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানির পণ্য বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে
পোস্ট হয়েছে: জুলাই ২৫, ২০২১

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি বলেছেন, ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানির পণ্য সামগ্রীর বিক্রির পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সাড়ে তিন লাখ তুমান মূল্যের এসব পণ্য বিক্রি হয়েছে। ইরানি বিজ্ঞানি ও গবেষকদের আইডিয়ার বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত হতে দেখা যাচ্ছে।
কাজভিন প্রদেশে কাসপিয়ান ইন্ড্রাস্ট্রিয়াল টাউনে একটি বিজ্ঞানভিত্তিক ফার্ম পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান। তিনি বলেন, দেশে বিজ্ঞানভিত্তিক কোম্পানির পণ্য বিক্রি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।
সোরেনা সাত্তারি জানান, ইরানে বর্তমানে সক্রিয় বিজ্ঞানভিত্তিক কোম্পানির সংখ্যা প্রায় ৭ হাজার। বিজ্ঞানভিত্তিক কোম্পানি ও আইটি পার্কের উন্নয়নে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।