বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর বড় রপ্তানি গন্তব্য ইরাক

পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২১ 

news-image

ইরানের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন দপ্তরের মহাপরিচালক রুহুল্লাহ ইসতিরি বলেছেন, ইরানের বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উৎপাদিত পণ্যসামগ্রীর বড় রপ্তানি গন্তব্য হচ্ছে ইরাক।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির এই কর্মকর্তা আরও জানান, করোনা মহামারির কারণে গত ইরানি বছর ১৩৯৯ সালের (২১ মার্চ ২০২০ থেকে ২১ মার্চ ২০২১) প্রথম ছয় মাসে ইরানি বিজ্ঞানভিত্তিক কোম্পানিগুলোর উৎপাদিত পণ্যসামগ্রীর রপ্তানির পরিমাণ কমে যায়। তবে বছরের দ্বিতীয় ছয় মাসে এসব কোম্পানি রপ্তানিতে অনেক ভালো করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।