ইরানের বাৎসরিক গ্যাস রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
পোস্ট হয়েছে: জুন ৩০, ২০২০

বিগত ইরানি বছর (২০ মার্চ ২০১৯ থেকে ১৯ মার্চ ২০২০) প্রতিবেশী দেশগুলোতে উল্লেখযোগ্য হারে গ্যাস রপ্তানি বেড়েছে ইরানের। এই সময়ে দেশটি ৩ দশমিক ৬ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় যা ২৬ শতাংশ বেশি। ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির (এনআইজিসি) ব্যবস্থাপনা পরিচালক হাসান মোন্তাজের তোরবাতি এই তথ্য জানিয়েছেন।
গত ইরানি বছরে দেশটির গ্যাস শিল্পে উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও রপ্তানিতে যেসব নতুন রেকর্ড হয়েছে, সেগুলো তুলে ধরেন তিনি। বলেন, গত বছর দেশে নজিরবিহীনভাবে প্রাকৃতিক গ্যাস রপ্তানি বেড়েছে। দেশীয়ভাবে উল্লেখযোগ্য হারে গ্যাস খরচ বাড়া সত্বেও রপ্তানিতে এই উল্লম্ফন দেখা গেছে।
তোরবাতি আরও জানান, আগের বছর ইরানে সর্বমোট গ্যাস উৎপাদনের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭০ বিলিয়ন কিউবিক মিটার। প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও খরচ উভয়ই বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় নেটওয়ার্ক নির্বিঘ্নে সঞ্চালন অব্যাহত রেখেছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।