ইরানের বাৎসরিক গ্যাস উৎপাদন বেড়েছে ৬ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২১

ইরানের বাৎসরিক মিষ্টি গ্যাস উৎপদন বেড়েছে ৭ শতাংশ। ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির (এনআইজিসি) ডিসপ্যাচিং অপারেশনের উপপরিচালক আহমাদ কাজেমি এই তথ্য জানান।
তিনি বলেন, সৌভাগ্যবশত দেশের বিরুদ্ধে অবরোধ আরোপ এবং করোনা ভাইরাস মহামারির কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা সত্বেও ইরানে প্রবৃদ্ধি ও উন্নয়ন থেমে নেই। আমরা অব্যাহতভাবে গ্যাস উৎপাদনে প্রবৃদ্ধি লক্ষ করছি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।