শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বাসাবাড়ির ছাদে শোভা পাচ্ছে নবায়নযোগ্য বিদ্যুতের প্যানেল

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২০ 

news-image

বিশ্বের সব দেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর এখন জোর দেয়া হচ্ছে। পরিচ্ছন্নতা ও জীবাশ্ম জ্বালানির তুলনায় অনেক কম খরচের হওয়ায় পশ্চিম এশিয়ার মতো জ্বালানি সনির্ভর অঞ্চলগুলোতেও নবায়নযোগ্য বিদ্যুতের প্রসার ঘটছে।

অন্যান্য দেশের মতো ইরানেও নতুন এই প্রযুক্তিকে স্বাগত জানানো হচ্ছে। দেশটিতে বছরে বেশি সংখ্যক রোদ্রজ্জ্বল দিন ও বায়ুশক্তি থাকার ভৌগলিক সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর চিন্তা-ভাবনা চলছে। সে লক্ষ্যে বাসাবাড়ির ছাদে শোভা পাচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের প্যানেল। দেশের বৈদ্যুতিক চাহিদা মেটাতে অন্যান্য ধরনের বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি সরকার এই খাতের বিকাশ ঘটানোর চেষ্টা চালাচ্ছে।

পরিচ্ছন ও সস্তা জ্বালানি উৎস ব্যবহারের প্রসারে সরকার কয়েকটি পরিকল্পনা অনুসরণ করছে। এর মধ্যে একটি হচ্ছে বাসাবাড়ির ছাদে ফটোভোলটাইক বিদ্যুৎ কেন্দ্র (যা পিভি পদ্ধতি হিসেবে পরিচিত) উৎপাদন ও বিতরণ। বিদ্যুতের জাতীয় নেটওয়ার্কে চাপ কমাতে এই পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দেশ জুড়ে বাসাবাড়ির ছাদে এ পর্যন্ত পাঁচ সহস্রাধিক বিদ্যুৎ স্টেশন স্থাপন করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।