বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বারমাকি সেরা নারী কুরাশ অ্যাথলেট নির্বাচিত

পোস্ট হয়েছে: জানুয়ারি ১, ২০২৩ 

news-image

আন্তর্জাতিক কুরাশ অ্যাসোসিয়েশন (আইকেএ) এর ২০২২ সালের সেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ইরানের ভারী ওজনের নারী ক্রীড়াবিদ ফাতেমেহ বারমাকি।আন্তর্জাতিক কুরাশ অ্যাসোসিয়েশন ২০২২ সালের সাথে সম্পর্কিত বিভিন্ন পুরষ্কার ঘোষণা করেছে। এতে ইরানের ফাতেমেহ বারমাকি সেরা নারী ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত হয়েছেন।অন্যান্য পুরস্কারের মধ্যে সেরার সেরা নির্বাচিত হয়েছেন উমিদ এসানভ, সেরা পুরুষ ক্রীড়াবিদ (উজবেকিস্তান); সেরা পুরুষ কোচ জিওং মিনউও (কোরিয়া); সেরা নারী কোচ দিলফুজা রাখমাতোভা (উজবেকিস্তান); সেরা পুরুষ রেফারি গাই আম্বেতো (কঙ্গো); সেরা নারী রেফারি কায়োকো মোরিয়ামা (জাপান), সেরা কলা-কৌশল উমিদ এসানভ (উজবেকিস্তান)।সম্প্রতি, বারমাকি ভারতের মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত ১৩তম বিশ্ব সিনিয়র কুরাশ চ্যাম্পিয়নশিপ ২০২২-এ স্বর্ণপদক জিতেছেন। এছাড়াও তিনি তাজিকিস্তানে অনুষ্ঠিত কুরাশ ২০২২ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেন। সূত্র: মেহর নিউজ।