বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ২৯ শতাংশ

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৯, ২০২৩ 

news-image

আগামী ২১ মার্চ থেকে শুরু হওয়া পরবর্তী ইরানি ক্যালেন্ডার বছর ১৪০২-এর জন্য জাতীয় বাজেট বিল পাশ হয়েছে ইরানে। এতে চলতি বছরের বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতের বাজেট ২৯ শতাংশ বেড়েছে।বিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৭৩০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার) বাজেটের প্রস্তাব করা হয়েছে। বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।প্রশাসন স্বাস্থ্য শিল্পের ওষুধ সরবরাহের জন্য ভর্তুকি হিসেবে ৬৯০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ১.৭ বিলিয়ন ডলার) প্রস্তাব করেছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার মজলিসের কাছে পরবর্তী ইরানি ক্যালেন্ডার বছর ১৪০২ সালের জাতীয় বাজেট বিলের খসড়া পেশ করেছেন, যা ২১ মার্চ থেকে শুরু হবে।প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল প্রায় ৫২ দশমিক ৬১৬ কোয়াড্রিলিয়ন রিয়াল (প্রায় ১৩১ বিলিয়ন ডলার)। চলতি বছরের বাজেট থেকে আগামী বছরের বাজেট ৪০ শতাংশ বেড়েছে। সূত্র: তেহরান টাইমস।