ইরানের বাজারে দেশীয়ভাবে তৈরি ১২০ ওষুধ
পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০১৯

মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও বিগত ১২ মাসে ইরানের বাজারে প্রবেশ করেছে দেশীয় ভাবে উৎপাদিত ১২০টি ওষুধ। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) পরিচালক মেহদি পিরসালেহি এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিগত এক বছরে উৎপাদিত এসব ওষুধের মধ্যে ৪০টি রাসায়নিক, ৪০টি ঐতিহ্যবাহী ও হারবাল ওষুধ এবং বাকি ৪০টি জৈব ওষুধ ও ফার্মাসিউটিক্যালস কাঁচামালসহ। সোমবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পিরসালেহি জানান, ওষুধ বাজারের মোট আর্থিক মূল্যের ৭০ ভাগের চাহিদা পূলণ করে স্থানীয় পণ্য। আর বাকি ৩০ শতাংশ পূরণ করা হয় ওষুধ আমদানি করে। আমদানি করা ওষুধে দেশের প্রচুর ব্যয় হয়। কিন্তু এসব ওষুধ রোগীদের জন্য জরুরি হওয়ার কারণে আমরা তা আমদানি বন্ধ করতে পারছি না।
ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) পরিচালক আরও বলেন, সৌভাগ্যক্রমে ওষুধের বাজার এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মাত্র ২১ ধরনের ওষুধ বাজারে আনতে পারিনি। সূত্র: তেহরান টাইমস।