শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বাজারে দেশীয়ভাবে তৈরি ১২০ ওষুধ

পোস্ট হয়েছে: মার্চ ৭, ২০১৯ 

news-image

মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও বিগত ১২ মাসে ইরানের বাজারে প্রবেশ করেছে দেশীয় ভাবে উৎপাদিত ১২০টি ওষুধ। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) পরিচালক মেহদি পিরসালেহি এই তথ্য জানিয়েছেন।

তিনি জানানবিগত এক বছরে উৎপাদিত এসব ওষুধের মধ্যে ৪০টি রাসায়নিক৪০টি ঐতিহ্যবাহী ও হারবাল ওষুধ এবং বাকি ৪০টি জৈব ওষুধ ও ফার্মাসিউটিক্যালস কাঁচামালসহ। সোমবার ইরানি বার্তা সংস্থা আইআরএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পিরসালেহি জানানওষুধ বাজারের মোট আর্থিক মূল্যের ৭০ ভাগের চাহিদা পূলণ করে স্থানীয় পণ্য। আর বাকি ৩০ শতাংশ পূরণ করা হয় ওষুধ আমদানি করে। আমদানি করা ওষুধে দেশের প্রচুর ব্যয় হয়। কিন্তু এসব ওষুধ রোগীদের জন্য জরুরি হওয়ার কারণে আমরা তা আমদানি বন্ধ করতে পারছি না।

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের (আইএফডিএ) পরিচালক আরও বলেনসৌভাগ্যক্রমে ওষুধের বাজার এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মাত্র ২১ ধরনের ওষুধ বাজারে আনতে পারিনি। সূত্র: তেহরান টাইমস।