রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বাজারে এসেছে ২০ সেকেন্ডে করোনা শনাক্তের যন্ত্র

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০২০ 

news-image

২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র এখন ইরানের বাজারে পাওয়া যাচ্ছে।

চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করে বাজারে ছেড়েছে। যন্ত্রটি বিশ্বের কোনো কোনো দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে।

এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে এবং ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এই যন্ত্রের একটি বড় সুবিধা হলো এটি সহজে বহনযোগ্য। যেসব রোগী এক্সরে রুমে যাওয়ার অবস্থায় নেই তাদের বিছানার কাছে এই যন্ত্র নিয়ে আসা হয় এবং বিছানায় শুয়ে থাকা অবস্থায় রোগীর পরীক্ষা করা যায়।

২০ সেকেন্ডের কম সময়ের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে পারলে চিকিৎসা করতেও সুবিধা হয়।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান চিকিৎসা সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও বাধার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় যন্ত্রটি ইরানে করোনা মহামারি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।#

পার্সটুডে/