বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের বর্ষসেরা জাদুঘর হাফত-তাপ্পেহ

পোস্ট হয়েছে: মে ২৩, ২০২১ 

news-image

ইরানের হাফত-তাপ্পেহ ও চোঘা জানবিল মিউজিয়াম বছরের সেরা জাদুঘর হিসেবে মনোনীত হয়েছে। জাদুঘরটির বেশিরভাগ জুড়ে মূলত ইলামাইটের ধ্বংসাবশেষ এবং স্মৃতিস্তম্ভ প্রদর্শন করা হয়।

জাদুঘরটি তৃতীয় বছরের মতো বর্ষসেরা হওয়ার এই মর্যাদা লাভ করলো। রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা, পরিচিতি, শিক্ষা ও গবেষণা- এই চারটি সূচকের ভিত্তিতে বর্ষসেরা জাদুঘর বাছাই করা হয়। বুধবার বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক জাদুঘর দিবসে তেহরানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে হাফত-তাপ্পেহকে বর্ষসেরা জাদুঘর হিসেবে ঘোষণা দেয়া হয়।

হাফত-তাপ্পেহ প্রাচীন শহর সুসার ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দক্ষিণপশ্চিম ইরানের মধ্যে এটি ব্যাপক তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত। সূত্র: তেহরান টাইমস।