ইরানের বন্দর আব্বাসে মেরিটাইম এন্ড অফশোর টেকনোলজি এক্সিবিশন
পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০১৯

২১তম ইরান ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড অফশোর টেকনোলোজি এক্সিবিশন শুরু হবে আগামী ২৬ নভেম্বর। ইরানের বন্দর আব্বাসে এ এক্সিবিশন চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। মেরিটাইম ও অফশোরে সমুদ্র বিজ্ঞান থেকে শুরু করে শিল্প উন্নয়নে অর্জিত বিভিন্ন প্রযুক্তি সফলতা প্রদর্শন করা হবে এ মেলায়। মেলা অনুষ্ঠিত হবে ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে। স্বাগতিক দেশ ইরান ছাড়াও এ মেলায় অংশ নেবে নেদারল্যান্ড, বেলজিয়াম, চীন, কোরিয়া, জার্মানি, সুইডেন, স্পেন, তুরস্ক, নরওয়ে, ইতালি ও সংযুক্ত আরব আমিরাত। অংশগ্রহণকারী দেশগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি উপস্থাপন করবে এ মেলায়। মেরিন ইকুইপমেন্ট, ড্রেজিং, মেরিন ট্রান্সপোর্ট, মেরিন টুরিজম, প্রকৌশল এবং পরামর্শ, গবেষণা ও প্রশিক্ষণ ও জলযান নির্মাণ সম্পর্কে আয়োজক দেশগুলো তাদের পণ্য নমুনা উপস্থাপন করবে।
এ মেলার অন্যতম লক্ষ্য হচ্ছে মেরিটাইমস ও গভীর সমুদ্রে যাবতীয় অর্থনৈতিক কার্য সম্পর্কে প্রযুক্তিগত উন্নয়নকে সম্পৃক্ত ও সমন্বয় করে তোলা। মেহের