সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ‘বডিগার্ডে’র ঝুড়িতে তিন অ্যাওয়ার্ড

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০১৭ 

news-image

ভিয়েনা স্বতন্ত্র চলচ্চিত্র উৎসবে তিনটি অ্যাওয়ার্ড জিতেছে ইরানি চলচ্চিত্র নির্মাতা ইব্রাহিম হাতামিকিয়া পরিচালিত রাজনৈতিক নাটক ‘দ্য বডিগার্ড’। আয়োজকেরা গত শুক্রবার এই ঘোষণা দিয়েছেন।

হাতামিকিয়ার চলচ্চিত্রটি সেরা পরিচালক, সেরা শিল্প নির্দেশনার পুরস্কার জিতেছে। এছাড়া ছবিটির তারকা বাবাক হামিদিয়ান সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। উৎসবের সমাপনী অনুষ্ঠান থেকে এ তিনটি পুরস্কার ঘরে তোলে ‘দ্য বডিগার্ড’।

চলচ্চিত্রটিতে এক মাঝ-বয়সি দেহরক্ষীর কাহিনী তুলে ধরা হয়েছে, যিনি একজন রাজনীতিবিদকে আত্মঘাতী বোমা হামলাকারীর হাত থেকে রক্ষা করেন। অতঃপর এ নিয়ে পেশাগত জীবনে তার আত্মত্যাগ নিয়ে প্রশ্ন উত্থাপন শুরু হয়।

এছাড়াও উৎসব থেকে সেরা পুরস্কার কুড়িয়েছে হংকংয়ের স্যাম্পসন ইয়ুন পরিচালিত ‘মিলিয়ন লাভস ইন মি’। অন্যদিকে, জার্মান পরিচালিক অ্যান্দ্রিজ মোরেলের ‘প্লাটনভ’ সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড জিতেছে।

সূত্র: তেহরান টাইমস।