ইরানের বছরে ৭২৭ মিলিয়ন ডলারের ন্যানোপণ্য বিক্রি
পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২২

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের (যা ২১ মার্চ শেষ হবে) শেষ নাগাদ ন্যানো প্রযুক্তি পণ্য থেকে ইরানের রাজস্ব আয় ২০০ ট্রিলিয়ন রিয়াল (প্রায় ৭২৭ মিলিয়ন মার্কিন ডলার) পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ন্যানোটেকনোলজি ইনোভেশন কাউন্সিলের সেক্রেটারি সাইদ সরকার এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সোমবার তেহরান পারমানেন্ট ইন্টারন্যাশনাল ফেয়ারগ্রাউন্ডে অনুষ্ঠিত ন্যানো প্রযুক্তি পণ্যের প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর আইআরএনএ এর। সাইদ সরকার বলেন, গত ২০ বছরে ২৫টি শিল্প খাত থেকে ৮৫০টি ন্যানো পণ্য বাজারে প্রবেশ করেছে। ফলে দেখা গেছে, ন্যানো প্রযুক্তি বাজারকে উন্নত করেছে বলে শিল্পগুলো স্বীকার করে নিয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ২০০৬ সালে ন্যানোপ্রযুক্তি রপ্তানির মূল্য ছিল ৬২ মিলিয়ন ডলার এবং আমরা ভবিষ্যদ্বাণী করেছিলাম যে ২০২৫ সালে ন্যানোটেক রপ্তানি ১ বিলিয়নে মার্কিন ডলারে পৌঁছবে। কিন্তু দুর্ভাগ্যবশত, নিষেধাজ্ঞা, মুদ্রা স্থানান্তর এবং করোনভাইরাস মহামারি ন্যানোপ্রযুক্তি রপ্তানির পরিমাণকে প্রভাবিত করেছে। সূত্র: তেহরান টাইমস।