ইরানের বকেয়া অর্থ তুর্কি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে চায় ভারত
পোস্ট হয়েছে: মে ১৫, ২০১৬
ইরানের তেলক্রয় বাবদ বকেয়া অর্থ তুরস্কের হলব্যাংক’এর মাধ্যমে পরিশোধ করার উদ্যোগ নিয়েছে ভারত। বকেয়া এ অর্থের পরিমাণ ৬৪০ কোটি ডলার বলে জানা গেছে। অবশ্য ভারত ইরানকে এ অর্থ ইউরো’র মাধ্যমে পরিশোধ করবে। তেহরানে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমার’এর বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা বজায় থাকায় নয়াদিল্লি তেলক্রয় বাবদ আগের বকেয়া এ অর্থ তেহরানকে পরিশোধ করতে পারে নি। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে চূড়ান্ত পরমাণু চুক্তির পরিপ্রেক্ষিতে জানুয়ারি মাসে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু মার্চে ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তেহরান সফরের সময়ে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতার অবসান ঘটে।
চীনের পরই ইরানের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। এ ছাড়া ইরানের জ্বালানি প্রকল্পগুলোতে বিনিয়োগের উৎসাহ দেখিয়েছে জ্বালানি ঘাটতির দেশ ভারত । সূত্র: পার্স টুডে