মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের ফজর আন্তর্জাতিক কাবাডি কাপ জয়

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৪, ২০১৮ 

news-image

ফজর আন্তর্জাতিক কাবাডি কাপ জয় করেছে ইরানের পুরুষ জাতীয় কাবাডি দল। শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইরাকের বিপক্ষে বিজয় ঘরে তোলে ফার্সি খেলোয়াড়রা।

ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ ইরাককে ৪৫-১৫ ব্যবধানে পরাজিত করে কাবাডি কাপ ঘরে তোলে ইরানের জাতীয় দল। এর আগে গত বছর একই টুর্নামেন্ট জয় করেছিল ইরানের জুনিয়র কাবাডি দল।

২২ থেকে ২৩ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর খোররামশাহরে ফজর আন্তর্জাতিক কাবাডি কাপের এবারের দ্বিতীয় আসর বসে।

দুই দিনের এই টুর্নামেন্টে ইরাক ছাড়াও আজারবাইজান, জর্জিয়ার পুরুষ জাতীয় কাবাডি দল প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়া আরভান্দ জুনিয়রস ও শাহরদারি খোররামশাহর নামে ইরানের অপর দুটি টিমও অংশ নেয় আন্তর্জাতিক এই কাবাডি আসের। সূত্র: মেহর নিউজ এজেন্সি।