ইরানের প্রেসিডেন্ট নির্বাচন: ভোট দিলেন ঢাকাস্থ ইরানের কালচারাল কাউন্সেলর
পোস্ট হয়েছে: জুন ১৮, ২০২১

আজ ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭ টায় ৭৩ হাজার ৫০০ ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির পাশাপাশাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইরানি দূতাবাসগুলোতেও আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে অবস্থিত ইরান দুতাবাসে আজ ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮.০০ টায় । এতে বাংলাদেশে নিযুক্ত ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ হাসান সেহাতসহ বাংলাদেশে বসবাসরত ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিশ্বের ১০১টি দেশে অবস্থানরত প্রবাসী ইরানি নাগরিকরাও তাদের প্রেসিডেন্টকে বেছে নেয়ার জন্য ভোট দেন। ওইসব দেশে ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয় ৪৫০টি কেন্দ্র।