ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া শুরু
পোস্ট হয়েছে: এপ্রিল ১২, ২০১৭

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হয়েছে। রাজধানী তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন বিষয়ক দপ্তরে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রার্থী নিবন্ধন প্রক্রিয়া পাঁচ দিন ধরে চলবে। ইরানের অভিভাবক পরিষদ প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করবে। চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা চলতি মাসের শেষ দিকে প্রকাশ করা হবে।
আগামী মাসের ১৯ তারিখে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ছাড়াও দেশের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন। সূত্র: পার্সটুডে।