বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের প্রযুক্তিগত, প্রকৌশল পরিষেবা রপ্তানিতে আয় ৩৫ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৪ 

news-image

ইরানের কোম্পানি এবং বেসরকারি খাতের সংস্থাগুলি ১৯৯৫ সাল থেকে ৩৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবা রপ্তানি করেছে। ইরানের অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন কোম্পানিজের সেক্রেটারি ইরাজ গোলাবেতুনচি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পরিসংখ্যানটিতে ১৯৯৫ এবং ২০২৪ সালের মধ্যে বিদেশে সক্ষম ইরানি কোম্পানিগুলির মাধ্যমে বাস্তবায়িত হাজারের বেশি প্রকল্প থেকে প্রাপ্ত আয় তুলে ধরা হয়েছে।

গোলাবেতুনচি জানান, ২০১১ সালে শুরু হওয়া প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবাগুলির রপ্তানি হ্রাসের সম্মুখীন হলেও ২০১৬ সালে ইরাকি বাজারে ইরানি কোম্পানিগুলি প্রবেশ করলে চিত্র বদলাতে শুরু করে। কেবল সেই বছরেই ইরানি সংস্থাগুলি ২ বিলিয়ন ডলার মূল্যের বিভিন্ন প্রকল্প নিশ্চিত করে। সূত্র: তেহরান টাইমস