শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের প্রবাসী বিশেষজ্ঞদের সাথে দেশীয় বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন করবে ‘কানেক্ট’

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২৩ 

news-image

দেশীয় বিশ্ববিদ্যালয়গুলির সাথে প্রবাসী ইরানি বিশেষজ্ঞ এবং গবেষকদের সহযোগিতার সুবিধার্থে “কানেক্ট” নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলির প্রায় সাড়ে ছয় হাজার ইরানি অভিজাত ব্যক্তিত্ব এখন দেশটির সাথে সহযোগিতা করছেন। তাদের মধ্যে প্রায় ৪৫০ জন দেশে ফিরে এসেছেন।প্ল্যাটফর্মটি ব্যবহার করে তাদের ফ্যাকাল্টি সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। খবর মেহর নিউজের।

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্সির চালু করা “কানেক্ট” পোস্ট-ডক্টরাল প্রকল্পগুলি বাস্তবায়ন, গবেষণা পরিচালনা, অধ্যাপকদের আমন্ত্রণ জানানো, বিশেষ বক্তৃতা প্রদান, কর্মশালা আয়োজন, স্টার্ট-আপ স্থাপন এবং সামরিক পরিষেবার পরিবর্তে প্রযুক্তিগত সংস্থাগুলিতে কাজ করার সুযোগ প্রদান করছে।

প্ল্যাটফর্মে নিবন্ধিত গবেষক, বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উদ্যোক্তারা ইরানে ৩ থেকে ১০ বছরের আবাসিক পারমিট পাবেন।

বিদেশে বসবাসরত ৮ হাজার ৭শ জনের অধিক ইরানি বিশেষজ্ঞ এবং গবেষক এখন পর্যন্ত প্ল্যাটফর্মে যোগদানের জন্য আবেদন করেছেন।

আবেদনকারীদের অনেকেই বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, যেমন: এমআইটি, স্ট্যানফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, বার্কলে, ইলিনয়, সিডনি, মেলবোর্ন, প্রিন্সটন, মিশিগান, সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইপিএফএল সুইজারল্যান্ড থেকে স্নাতক সম্পন্ন করা। সূত্র: তেহরান টাইমস।