বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের প্রথম নারী ‘স্কাই ডাইভার’ ফাতেমা

পোস্ট হয়েছে: আগস্ট ২৯, ২০১৭ 

news-image

২৪ বছরের ইরানি নারী ফাতেমা আকরামি প্রথম স্কাইডাইভার হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রফেশনাল স্কাইডাইভার হিসেবেও তিনি প্রথম ইরানি নারী। আকরামি একজন চ্যাম্পিয়ন জিমন্যাস্ট। অন্যান্য খেলাধুলায় নিয়মিত অংশ নেন তিনি।

ফাতেমার এক বন্ধু তাকে স্কাই ডাইভার হওয়ার প্রেরণা যোগায়। যুক্তরাষ্ট্রের প্যাসাস্যুট অ্যাসোসিয়েশন থেকে প্রশিক্ষণ নিয়ে রীতিমত লাইসেন্স গ্রহণ করেছেন ফাতেমা। বিমান থেকে লাফিয়ে পড়ে নিরাপদে ভূমিতে অবতরণ করা চাট্টিখানি কথা নয়। কঠিন মনোবল ও সাহস প্রয়োজন পড়ে। ধৈর্যের সঙ্গে সঙ্গে গভীর মনোসংযোগের দরকার হয়। সামরিক প্রশিক্ষণের বাইরে একজন বেসামরিক নাগরিক হিসেবে এধরনের প্রশিক্ষণ খুবই কঠিন হয়ে থাকে। এসব বাঁধা ডিঙ্গিয়ে ফাতেমা তার ইচ্ছা পূরণ করেছেন।

আকরামির ইন্সট্রাগ্রামে আকাশে তার লাফিয়ে পড়ার ছবি রয়েছে। হাসিমুখে আকাশ থেকে নেমে আসছেন মাটিতে, পাখির মত ডানা মেলে বাতাসে ভাসতে ভাসতে। এধরনের প্রশিক্ষণের বিভিন্ন ছবি তিনি শেয়ার করেছেন।- ইরান ওয়্যার।