ইরানের প্রথম এয়ার টেক্সি রুট চালু হচ্ছে ২০২১ সালে
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০২০

ইরানে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ার টেক্সি বহর। আগামী বছরের শুরুর দিকে প্রথম ট্রিপ পরিচালনা করবে দেশটির এয়ার টেক্সিগুলো। ইরানের বিমান পরিবহন শিল্প সংস্থার প্রধান এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার মানুচেহর মানতেকি মেহর নিউজ এজেন্সিকে বলেন, আগামী বাহমান (জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১) মাসে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীবাহী এয়ার টেক্সি পরিচালনায় বিমানবন্দরে যে কোনো চ্যালেঞ্জ প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।