ইরানের প্রথম ই-বাস চার্জিং স্টেশন চালু হয়েছে কারাজে
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২৪

ইরানে ই-বাসের জন্য প্রথম চার্জিং স্টেশন চালু হয়েছে দেশটির কারাজ শহরে৷মঙ্গলবার কারাজে স্টেশনটি চালুর সময় শহরের পরিবহন ব্যবস্থায় ৪০টি বাড়িতে তৈরি ই-বাসও যুক্ত করা হয়।
স্টেশনটি ম্যাপনা গ্রুপের তৈরি আটটি ২৪০ কেডাব্লিউ দ্রুত চার্জার দিয়ে সজ্জিত। একটি স্টেশনে একই সময়ে ১৬টি বাস চার্জ করা যায়।
বাসগুলি আড়াই ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। কুলার চালু রেখে ২৫০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারবে বাসটি। সূত্র- মেহর নিউজ