‘ইরানের প্রতিরক্ষা ক্ষমতা শত্রুদের হতবাক করবে’
পোস্ট হয়েছে: জুন ২০, ২০১৬

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাজায়েরি বলেছেন, ইরানের পুরো ক্ষমতা সম্পর্কে শত্রুদের ধারণা নেই। ইসলামী এই দেশটির গোপন প্রতিরক্ষা ক্ষমতাগুলো শত্রুদের বিস্ময়ে হতবাক করে দেবে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন।
শনিবার এ প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শত্রুরা যার শীর্ষে রয়েছে মার্কিন সরকার, ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটিশ সরকার, তারা ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র বিভাগসহ নানা বিভাগে ইরানের ক্ষমতার অংশবিশেষ সম্পর্কেই ধারণা রাখে।
তাসনিম বার্তা সংস্থার বরাত দিয়ে জাজায়েরির এই বক্তব্য প্রকাশ করেছে ইরানের প্রভাবশালী দৈনিক কেইহান ইন্টারন্যাশনাল। সূত্র: পার্স টুডে