ইরানের পোস্তা বাদাম রপ্তানি বেড়েছে ১৩১ শতাংশ
পোস্ট হয়েছে: নভেম্বর ৩০, ২০২০

চলতি ইরানি বছরের প্রথম আট মাসে (২০ মার্চ থেকে ২০ নভেম্বর) ১ লাখ ১০ হাজার টন পোস্তা বাদাম রপ্তানি করেছে ইরান। আগের বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি বেড়েছে ১৩১ শতাংশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের মুখপাত্র রুহোল্লাহ লাতিফি এই তথ্য জানিয়েছেন।
এই কর্মকর্তা জানান, উল্লিখিত সময়ে ৬৭৬ মিলিয়ন মার্কিন ডলারের পোস্তা বাদাম রপ্তানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে ৮২ দশমিক ৫ শতাংশ।
আইআরসিএ এর তথ্যমতে, আগের বছরের প্রথম আট মাসে (২০১৯ সালের ২১ মার্চ থেকে ২১ নভেম্বর) ইরান থেকে ৪৭ হাজার টন পোস্তা বাদাম রপ্তানি হয়। যা থেকে দেশটির আয় হয় ৩৭১ মিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।