ইরানের পেট্র্রোলিয়াম গবেষণা ইনস্টিটিউটের পণ্যতে সাশ্রয় ২০ কোটি ডলার
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯

ইরানের তেলগ্যাস খাতে দেশটির দি রিসার্চ ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি বিভিন্ন ধরনের নলেজড বেসড কোম্পানিকে পণ্য ও কারিগরি সহায়তা দিয়ে অন্তত ২০ কোটি ডলার সাশ্রয় করেছে। হাশেমিনেজাদ গ্যাস রিফাইনারি পরিদর্শনকালে ইনস্টিটিউটটির প্রধান জাফর তৌফিক এতথ্য জানিয়ে বলেন, এধরনের আর্থিক সাশ্রয় জ্বালানি খাতের সঙ্গে তার প্রতিষ্ঠানের আরো অধিক গবেষণা ও কাজের নতুন সুযোগ সৃষ্টি করেছে। মেহর
দি রিসার্চ ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিকে কারিগরিসহ অন্যান্য সহাযোগিতা করে থাকে ইরানের তেল পেট্রোলিয়াম মন্ত্রণালয়। জাফর তৌফিক বলেন, আগে এধরনের অনেক পণ্য বিদেশ থেকে আমদানি করতে হতো যা এখন ইরানেই উৎপাদন সম্ভব হচ্ছে।