ইরানের পুররাহনামার বিশ্ব প্যারা তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে সোনা জয়
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২১

ইরানের মেহেদি পুররাহনামা ২০২১ বিশ্ব প্যারা তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে ৭০ কেজি ওজন-শ্রেণির কে৪৪- এ স্বর্ণপদক জিতেছেন। রবিবার চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি তুরস্কের ফাতিহ সেলিককে ৩৪-৫ পয়েন্টে হারিয়ে প্রথম স্থান দখল করেন।
প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এর জন্য যোগ্যতা অর্জনে ইভেন্টটি কাজে লাগবে। তুরস্কের ইস্তাম্বুলে ৪১টি দেশের ২৬৪ জন অ্যাথলেট এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এবার দিয়ে তৃতীয়বারের মতো তুরস্ক প্যারা তায়কোয়ান্দোর সবচেয়ে বড় ইভেন্টের আয়োজন করছে। এর আগে দেশটির সামসানে ২০১৫ সালে এবং আন্টালিয়ায় ২০১৯ সালে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।