ইরানের ‘পায়াম-২’ স্যাটেলাইটের নকশার কাজ শুরু
পোস্ট হয়েছে: জুলাই ৫, ২০২০
ইরানের ‘পায়াম-২’ স্যাটেলাইটের নকশা প্রণয়নের প্রথম ধাপের কাজ শুরু হয়েছে। দেশীয় বিজ্ঞানীরা উপগ্রহটির নকশার কাজ শুরু করেছেন বলে জানিয়েছে তেহরানের আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলজির (এইউটি) ডিন আহমাদ মোরাদি।
সোমবার মেহর নিউজ এজেন্সিকে মোরাদি বলেন, সর্বাধুনিক প্রযুক্তির স্যাটেলাইটটির ধারণাগত নকশা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ শুরু হয়েছে। এক বছরের মধ্যে এসব কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপের কাজ সম্পন্ন হওয়ার ঠিক পরেই টেলিকম মন্ত্রণালয়ের সাথে দ্বিতীয় ধাপের কাজের জন্য একটি সহযোগিতা চুক্তি সই হবে।
এইউটি ডিন আরও জানান, ‘পায়াম-২’ স্যাটেলাইট কক্ষপথ থেকে ২মিটারের কম রেজ্যুলেশনের ছবি তুলে পাঠাতে পারবে। ভূপৃষ্ঠ থেকে ৫শ থেকে ৬শ কিলোমিটার উচ্চতায় এটি প্রদক্ষিণ করবে। উপগ্রহটি ২শ কেজির স্যাটেলাইটের ক্যাটাগরিতে পড়বে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।