ইরানের পার্লামেন্ট নির্বাচনে প্রিন্সিপালিস্টরা এগিয়ে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/02/4bk26f0b0a75b44agd_620C350-1.jpg)
ইরানের পার্লামেন্ট নির্বাচনের সর্বশেষ ভোট গণনার ফলাফল অনুযায়ী সারাদেশে প্রিন্সিপালিস্টরা এগিয়ে রয়েছেন। তবে রাজধানী তেহরানে ৩০টি আসনেই সংস্কারপন্থি প্রার্থীরা এগিয়ে রয়েছে। শুক্রবার ইরানের ১০ম পার্লামেন্ট নির্বাচন নুষ্ঠিত হয়।
এই নির্বাচনে ৫০০ নারীসহ প্রার্থী হয়েছিলেন ৪,৮৪৪ জন।অর্থাৎ সারা দেশে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ২১ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ইরানের নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল নাগাদ শতকরা প্রায় ৯০ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছে।কোনো কোনো সূত্র জানিয়েছে, ইরানের সংসদের ২৯০ টি আসনের মধ্যে রাজধানী তেহরানের ৩০ আসনেই সংস্কারপন্থি প্রার্থীরা এগিয়ে থাকলেও সারাদেশের শতকরা প্রায় ৬০ ভাগ আসনে এগিয়ে রয়েছেন প্রিন্সিপালিস্টরা।
তেহরানের নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ। তারপরে অবস্থান করছেন যথাক্রমে আলী মোতাহারি, আলীরেজা মাহজুব, সোহেইলা জেলোদারযাদে এবং ইলিয়াস হজরতি। সূত্র: প্রেস টিভি, আইআরআইবি