রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ইরানের পাওনা ৭ মিলিয়ন ইউরো আটকে আছে ফিফার কাছে

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২১ 

news-image

ইরানের ফুটবল ফেডারেশনের লিগাল কমিটির চেয়ারম্যান সাফিউল্লাহ ফাকানপুর জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছে ইরানের পাওনা টাকা ৭ মিলিয়ন ইউরো আটকে আছে। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের কারণে এসব অর্থ আটকা পড়েছে।

সোমবার ফাকানপুর জানান, ফিফা বিভিন্ন পর্যায়ে ইরান ফুটবল ফেডারেশনকে তহবিল দিয়েছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন ফেডারেশনে সংস্থাটি এসব সাহায্য করে।

তিনি বলেন, ফিফার মহাসচিব আমাদের এক চিঠিতে লিখেছেন, ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের কারণে ইরানকে দেয়া যে কোনো ধরনের পরিশোধিত অর্থ আটকা পড়েছে। যেমন ইরান ফুটবল দলের কোচ মার্ক উইলমটসকে অর্থ পরিশোধ করতে গিয়ে এমন ঘটনা ঘটে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।